আঁচড়া
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস: সংস্কৃত
আ-Öচট্
(ভেদ করা)+অ =আচট্>প্রাকৃত
আঁচড়>বাংলা
আঁচড় (বিশেষ্য) +আ =Öআঁচড়া।
গণ: স্বরান্ত,
নামধাতু,
প্রযোজক, সম্পূর্ণ, আঁকা-আদি গণ।
এর
ভাবগত অর্থ হলো-কোন
কেছু দ্বারা বিদারণ করা (চুল আচড়ান),
নখ দ্বারা দেহ বা অন্য
বস্তুতে ক্ষত করা (মুখে আঁচড় দেওয়া,
মাটিতে আঁচড় কাটা)।
এই ধাতু থেকে উৎপন্ন
সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়।
নিচে এই ক্রিয়ামূল থেকে
উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | আঁচড়ায় | আঁচড়ান | আঁচড়ান | আঁচড়াও | আঁচড়া, আঁচড়াস | আঁচড়াই |
ঘটমান | আঁচড়াচ্ছে | আঁচড়াচ্ছেন | আঁচড়াচ্ছেন | আঁচড়াচ্ছ | আঁচড়াচ্ছিস | আঁচড়াচ্ছি | |
পুরাঘটিত | আঁচড়িয়েছে | আঁচড়িয়েছেন | আঁচড়িয়েছেন | আঁচড়িয়েছ | আঁচড়িয়েছিস | আঁচড়িয়েছি | |
অনুজ্ঞা | আঁচড়াক | আঁচড়ান | আঁচড়ান | আঁচড়াও | আঁচড়া, আঁচড়াস | ||
অতীত | সাধারণ | আঁচড়াল | আঁচড়ালেন | আঁচড়ালেন | আঁচড়ালে | আঁচড়ালি | আঁচড়ালাম |
নিত্যবৃত্ত | আঁচড়াত | আঁচড়াতেন | আঁচড়াতেন | আঁচড়াতে | আঁচড়াতি, আঁচড়াতিস | আঁচড়াতাম | |
ঘটমান | আঁচড়াচ্ছিল | আঁচড়াচ্ছিলেন | আঁচড়াচ্ছিলেন | আঁচড়াচ্ছিলে | আঁচড়াচ্ছিলি | আঁচড়াচ্ছিলাম | |
পুরাঘটিত | আঁচড়িয়েছিল | আঁচড়িয়েছিলেন | আঁচড়িয়েছিলেন | আঁচড়িয়েছিলে | আঁচড়িয়েছিলি | আঁচড়িয়েছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | আঁচড়াবে | আঁচড়াবেন | আঁচড়াবেন | আঁচড়াবে | আঁচড়াবি | আঁচড়াব |
ঘটমান | আঁচড়াতে থাকবে | আঁচড়াতে থাকবেন | আঁচড়াতে থাকবেন | আঁচড়াতে থাকবে | আঁচড়াতে থাকবি | আঁচড়াতে থাকব | |
পুরাঘটিত | আঁচড়িয়ে থাকবে | আঁচড়িয়ে থাকবেন | আঁচড়িয়ে থাকবেন | আঁচড়িয়ে থাকবে | আঁচড়িয়ে থাকবি | আঁচড়িয়ে থাকব | |
অনুজ্ঞা | আঁচড়াইও | আঁচড়াবেন | আঁচড়াবেন | আঁচড়ায়ো | আঁচড়াবি | ||
সাধু রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | আঁচড়ায় | আঁচড়ান | আঁচড়ান | আঁচড়াও | আঁচড়াস | আঁচড়াই |
ঘটমান | আঁচড়াইতেছে | আঁচড়াইতেছেন | আঁচড়াইতেছেন | আঁচড়াইতেছ | আঁচড়াইতেছিস | আঁচড়াইতেছি | |
পুরাঘটিত | আঁচড়াইয়াছে | আঁচড়াইয়াছেন | আঁচড়াইয়াছেন | আঁচড়াইয়াছ | আঁচড়াইয়াছিস | আঁচড়াইয়াছি | |
অনুজ্ঞা | আঁচড়াক | আঁচড়ান | আঁচড়ান | আঁচড়াও | আঁচড়া/আঁচড়াস | ||
অতীত | সাধারণ | আঁচড়াইল | আঁচড়াইলেন | আঁচড়াইলেন | আঁচড়াইলে | আঁচড়াইলি | আঁচড়াইলাম |
নিত্যবৃত্ত | আঁচড়াইত | আঁচড়াইতেন | আঁচড়াইতেন | আঁচড়াইতে | আঁচড়াইতিস | আঁচড়াইতাম | |
ঘটমান | আঁচড়াইতেছিল | আঁচড়াইতেছিলেন | আঁচড়াইতেছিলেন | আঁচড়াইতেছিলে | আঁচড়াইতেছিলি | আঁচড়াইতেছিলাম | |
পুরাঘটিত | আঁচড়াইয়াছিল | আঁচড়াইয়াছিলেন | আঁচড়াইয়াছিলেন | আঁচড়াইয়াছিলে | আঁচড়াইয়াছিলি | আঁচড়াইয়াছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | আঁচড়াইবে | আঁচড়াইবেন | আঁচড়াইবেন | আঁচড়াইবে | আঁচড়াইবি | আঁচড়াইব |
ঘটমান | আঁচড়াইতে থাকিবে | আঁচড়াইতে থাকিবেন | আঁচড়াইতে থাকিবেন | আঁচড়াইতে থাকিবে | আঁচড়াইতে থাকিবি | আঁচড়াইতে থাকিব | |
পুরাঘটিত | আঁচড়াইয়া থাকিবে | আঁচড়াইয়া থাকিবেন | আঁচড়াইয়া থাকিবেন | আঁচড়াইয়া থাকিবে | আঁচড়াইয়া থাকিবি | আঁচড়াইয়া থাকিব | |
অনুজ্ঞা | আঁচড়াইও | আঁচড়াইবেন | আঁচড়াইবেন | আঁচড়াইয়ো | আঁচড়াইবি | ||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : আঁচড়াইতে, আঁচড়াইলে, আঁচড়াইয়া। চলিত রীতি : আঁচড়াতে, আঁচড়ালে, আঁচড়িয়ে |
সূত্র :