কূজন্
নামধাতু। সংস্কৃত কূজন শব্দ থেকে এই নাম ধাতু তৈরি হয়েছে।
   
Öকূজ্ (শব্দ করা) +অনট্ =কূজন (বিশেষ্য)>Öকূজন

এর ভাবগত অর্থ হলো-
শব্দ করা এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়ে থাকে যেমন        

কূজনিছে বিহঙ্গম বনে/মেঘনাদবধ কাব্য
মধুসূদন দত্ত