লভ্
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ
হলো-
পাওয়া।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে তার তালিকা তুলে
ধরা হলো।
সু-√লভ্
(পাওয়া) +অ
(খল্)=সুলভ
√লভ্
(পাওয়া) +
অন্ (ল্যুট)=লভন
√লভ্
(পাওয়া) +
য (যৎ)=লভ্য
এই
ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়।
যেমন- এই লভিনু সঙ্গ তব,
সুন্দর হে সুন্দর হে (পূজা-৫১৬।
গীতবিতান।)
এই ধাতু থেকে তদ্ভব ধাতু
উত্পন্ন হয়েছে
Öল,
Öলিপ্স।
দেখুন : ল