ময় (ময়্ট)
সংস্কৃত
তদ্ধিত প্রত্যয় বিশেষ।
এই গ্রন্থে এই প্রত্যয়কে 'ময় (ময়ট্)' হিসাবে উল্লেখ করা হয়েছে। এই প্রত্যয় শব্দের
সাথে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন-
১. আচ্ছন্ন অর্থে- অংশুময়,
অগ্নিময়,
আনন্দময়,
আভাময়,
জলময়।
২. অবয়ব অর্থে- তেজোময়, বাঙময়।
৩. ব্যাপ্তী অর্থে- দেশময়, নগরময়।