মৎ (মতুপ)
বাংলা ব্যাকরণে ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় বিশেষ। সংস্কৃত শব্দের সূত্রে এই প্রত্যয়টি বাংলা ব্যাকরণে প্রবেশ করেছে। বিভিন্ন বাংলা ব্যাকরণ এবং অভিধানে এই প্রত্যয়টি বিভিন্নভাবে পাওয়া যায়। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থে ব্যবহৃত নমুনা নিচে তুলে ধরা হলো-

ক. মতুপ । সমগ্র ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
খ.
তু । সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
গ. মৎ । বাঙ্গালা ভাষার অভিধান। জ্ঞানেন্দ্র দাস।
ঘ. মৎ (মতুপ)। বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
ঙ. মৎ । বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।

এই গ্রন্থে এই প্রত্যয়টিকে মৎ (মতুপ) হিসাবে ব্যবহার করা হয়েছে।

১. এই প্রত্যয় যুক্ত হলে শব্দের সাথে মৎ বা মান যুক্ত হয়। যেমন

অংশু
>অংশুমৎ,  অংশু>অংশুামান,  কীর্তি>কীর্তিমান