মূর্চ্ছি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। 
মূর্চ্ছ (জ্ঞানরহিত ভাব) +ই (ণিচ)}=মূর্চ্ছি।

এর ভাবগত অর্থ হলো− জ্ঞানরহিত ভাব। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন শব্দগুলোর ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

মূর্ছন, মূর্ছনা ,