পাড়্
বাংলা ক্রিয়ামূল। সংস্কৃত পাতি ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে।
           
সংস্কৃত পাতি-পাতয়্>প্রাকৃত পাড>বাংলা পাড়।

এর ভাবগত অর্থ হলো-
পাতিত করা, উত্থাপন করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার তালিকা দেওয়া হলো।
 
               
পাড়্ +
  আ=পাড়া