সংস্কৃত সম্- √বৃ (আবরিত করা)>প্রাকৃত √সংৱর>বাংলা √সম্বল>বাংলা শব্দ সামলা>√সামল এর ভাবগত অর্থ হলো- সংবরণ করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন- সামলাই, সামলাচ্ছেন,সামলাবেন ইত্যাদি।