শ্বস্
বাংলা
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- শ্বাসক্রিয়া।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া
হলো
আ-Öশ্বস
(শ্বাসক্রিয়া) +ত =আশ্বাস (সান্ত্বনা দেওয়া)
বিশেষণ আ-Öশ্বস
(শ্বাসক্রিয়া) +ত =আশ্বস্ত (ভরসা যুক্ত)
এই ধাতুজাত
উপসর্গ-জাত সাধিত নামধাতু
Öআশ্বাস।
দেখুন : আশ্বাস
এই ধাতুজাত ক্রিয়াপদ উৎপন্নকারী ধাতু হলো-
Öউচ্ছ্বস,
Öউচ্ছ্বাস,
Öউছস,
Öউসস
।
দেখুন : উচ্ছ্বস, উচ্ছ্বাস, উছস, উসস।