থি (কথিন)
সংস্কৃত
थि (कथिन)  থি (কথিন্)>বাংলা থি (কথিন)
সংস্কৃত কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-
. থ (কথিন)। বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
. ি ঙ্গালা অভিধান।
 

এই প্রত্যয়ে কথিন্ -এর ক, ন্ ইৎ হয় এবং থি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এই বিচারে এই গ্রন্থে থি (কথিন) ব্যবহার করা হয়েছে। যেমন-
            
অস্ (হওয়া) +  থি (কথিন)।