তোটক
ছন্দ
সংস্কৃত ছন্দ।
অক্ষর সংখ্যা ১২।
মাত্রা সংখ্যা ১৬
গণবিন্যাস= 'স
স
স স'।
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী'
[দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ৪২]
১২শ বৃ্ত্তির ৬ সংখ্যাক ছন্দ তোটক। এই ছন্দের সূত্র রয়েছে- 'বদ (তোটক)
মব্ধিসকারযুতম'।
- প্রথম গণ 'স'। মাত্রা সংখ্যা
৪
(১+১+২) [বদতো
(ও-কার যুক্ত অক্ষর ২ মাত্রা )]
- দ্বিতীয় গণ 'স'। মাত্রা সংখ্যা
৪
(১+১+২) [টকম-
(ব্ধি -যুক্ত বর্ণের পূর্বের ম বর্ণ দুই মাত্রা]
- তৃতীয় গণ 'স'। মাত্রা সংখ্যা
৪ (১+১+২)
[ব্ধিসকা (আ-কার যুক্ত অক্ষর ২ মাত্রা )]
- চতুর্থ গণ 'স'। মাত্রা সংখ্যা
৪ (১+১+২)
[রযুতম্ (হসস্তযুক্ত ম অক্ষর আগের ত নিয়ে ২ মাত্রা হয়েছে)
|
|
৪ |
|
|
|
|
৪ |
|
|
|
৪ |
|
|
|
৪ |
|
|
|
ব |
দ |
তো |
- |
/ |
ট |
ক |
ম |
- |
/ |
দ্ধি |
স |
কা |
- |
/ |
র |
যু |
তম্ |
- |
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
|
৯ |
১০ |
১১ |
১২ |
|
১৩ |
১৪ |
১৫ |
|