উমান সংস্কৃত উম্মান> প্রাকৃত উমান (বিশেষ্য)> বাংলা Öউমান। ক্রিয়ামূল। এই ধাতুর ভাবগত অর্থ হলো— পরিপূর্ণভাবে মাপা। এই ধাতু থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়া মধ্যযুগীয় বাংলা কাব্যে ব্যবহৃত হতো। যেমন— ছালায় ভরিল সবে উমানিয়া আড়ি/কবিকঙ্কণ-চণ্ডী।