উন
(উনন্)
এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়।
গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন-
ক.
উন (উনন্)।
বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ
বন্দ্যোপাধ্যায় ,
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
খ. উনন।
সরল বাঙ্গালা অভিধান/সুবলচন্দ্র
মিত্র।
এই প্রত্যয়ের ন লোপ পায় এবং উন ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এই কারণে- এই গ্রন্থে উন (উনন্) হিসাবে উল্লেখ করা হলো।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে যে সকল পদ তৈরি করে, তার ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
√বৃ (আবরিত করা)+উন্ (উনন্)=বরুণ
√মিথ্ (সঙ্গ)++উন্ (উনন্)=মিথুন