উস্ (উসি)
সংস্কৃত কৃৎপ্রত্যয় প্রত্যয়।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। তাদের ভিতর যে সকল শব্দ বাংলায় ব্যবহৃত হয়, তাদের তালিকা নিচে দেওয়া হলো

চক্ষ্ (দর্শন) +উস (উসি)=চক্ষুস>চক্ষুঃ
যজ্ (পূজা করা) +
উস্ (উসি)=যজুঃ