ভণ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ বলা। প্রাচীন ও মধ্যযুগীয় কবিতায় এই ক্রিয়ামূলজাত পদ বাংলাতে ব্যবহৃত হয়েছে। এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের প্রথম নমুনা পাওয়া যায় চর্যাপদে। যেমন
 

 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন শব্দগুলো হলো

ভণই= ক্রিয়াপদ { সকর্মক, সমাপিকা, বর্তমান (সাধারণ, নাম পুরুষ-সাধারণ, চলিত)}

        ভণই লুই আহ্মে সাণে দিঠা/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।
ভণতি

ভণহি
ভণিতা

ভণে