য (ষ্যঞ্)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হলে, ক্রিয়ামূলের কিছু পরিবর্তন ঘটে। যেমন

১. শব্দমূলের আদ্য অ-কার, আ-কার-এ পরিণত হয়। যেমন

                    
অনৃণ {অ +ঋণ (স্বরসন্ধি}+
য (ষ্যঞ্), তদ্ভাবার্থে।
                      কপট +
য (ষ্যঞ্)=কাপট্য
২. ক্রিয়ামূলের আদ্য উ-কার, আর-ঔ পরিণত হয়। যেমন
                     কুটিল + য (ষ্যঞ্) =কৌটিল্য
৩. ক্রিয়ামূলের আদ্য ঋ-কার, আর-এ পরিণত হয়। যেমন

                     
বৃদ্ধ
 + য (ষ্যঞ্)=বার্ধক্য
৪. ক্রিয়ামূলের আদ্য এ-কার, আর-ঐ পরিণত হয়। যেমন
                     
কেবল +
য (ষ্যঞ্) =কৈবল্য

এই প্রত্যয়যোগে সৃষ্ট শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো-
ইতিহ>ঐতিহ্য, কঠিন>কাঠিন্য, কপট>কাপট্য, কর্কশ>কার্কশ্য, কুটিল>
কৌটিল্য, কুশল>কৌশল্য, কৃপণ>কার্পণ্য, বৃদ্ধ>বার্ধক্য, কেবল>কৈবল্য, সমান>সামান্য