যাসি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। যাসি {যস্ (ক্লেশ পাওয়া) + ই (ণিচ)}
এর ভাবগত অর্থ হলো- ক্লেশ পাওয়া। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদের তালিকা নিচে তুলে ধরা হলো।

যাসি {যস্ (ক্লেশ পাওয়া) + ই (ণিচ)} + অ (অচ্) = নির্যাস
আ-যাসি {যস্ (ক্লেশ পাওয়া) + ই (ণিচ)}+ত (ক্ত) =আয়াসিত
আ-যাসি {যস্ (ক্লেশ পাওয়া) + ই (ণিচ)} +ইন্ =আয়াসী