বেলগাছিয়া নাট্যশালা
খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে প্রতিষ্ঠিত একটি নাট্যশালা।
পাইকপাড়ার রাজারা তাঁদের কলকাতার বেলগাছিয়ার বাগানবাড়িতে একটি নাট্যশালা প্রতিষ্ঠা
করেন। স্থানের নামানুসারে এই নাট্যশালাটি 'বেলাগাছিয়া নাট্যশালা' নামে পরিচিতি লাভ
করে।
এই নাট্যশালাটি স্থাপিত হয়েছিল পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ এবং তাঁর ভাই
ঈশ্বরচন্দ্র সিংহ। আর এই নাট্যশালা নির্মাণে অন্যতম পরামর্শদাতা ছিলেন মহারাজ
যতীন্দ্রমোহন ঠাকুর।
এই নাট্যশালায় অভিনীত নাটকের সাথে প্রথম
যুক্ত করা হয়েছিল দেশীয় ঐকবাদন। সেকালের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ক্ষেত্রমোহন গোস্বামী
এবং যদুনাথ পাল এই ঐকবাদন পরিচালনা করতেন।
১৮৫৮ খ্রিষ্টাব্দের ৩১শে জুলাই, শনিবার এই নাট্যশালায় প্রথম অভিনীত হয় 'রত্নাবলী'।
শ্রীহর্ষের রত্নাবলী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন রামনারায়ণ তর্করত্ন। এই
নাটকটি বেলাগাছিয়া নাট্যশালায় প্রায় ছয়-সাত বার অভিনীত হয়েছিল। ইংরেজদের জন্য এই
নাটকের একটি অনুবাদ তৈরি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই অনুবাদ পুস্তকাকারে
প্রকাশিত হয়েছিল। এই নাট্যশালার দ্বারা অনুপ্রাণিত হয়ে, মধুসূদন লেখেন 'শর্মিষ্ঠা'
নাটক। এই নাটকটি এই নাট্যমঞ্চে প্রথম অভিনীত হয়েছিল ১৭৫৯ খ্রিষ্টাব্দের ৩রা
সেপ্টেম্বর। এর ষষ্ঠ এবং শেষ অভিনয় হয়েছিল এই বছরের ২৭শে সেপ্টেম্বর।
শর্মিষ্ঠার পরে এই নাট্যশালায় আর কোনো নাটক মঞ্চস্থ হয় নি। ১৮৬১ খ্রিষ্টাব্দে রাজা ঈশ্বরচন্দ্রের অকাল মৃত্যুর পর, এই নাট্যশালা চিরতরে বন্ধ হয়ে যায়।
সূত্র: