বিদ্যোৎসাহিনী নাট্যশালা
খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে প্রতিষ্ঠিত একটি নাট্যশালা।

১৮৫৩ খ্রিষ্টাব্দে কালীপ্রসন্ন সিংহ 'বিদ্যোৎসাহিনী' নামক একটি সাহিত্যসভা গঠন করেন। এই সভার সূত্রে উদ্ভব হয়েছিল  'বিদ্যোৎসাহিনী নাট্যশালা'। ১৮৫৬ খ্রিষ্টাব্দে এই নাট্যশালা তৈরি হয় এবং এর দ্বারদ্ঘাটন হয় ১৮৫৭ খ্রিষ্টাব্দের ১১ই এপ্রিল। এই দিনই অভিনীত হয় ভট্টনারায়ণের রচিত 'বেণীসংহার'-এর বাংলা নাট্যরূপ। এই নাট্যরূপ দিয়েছিলেন রামনারায়ণ তর্করত্ন। এই নাটকে কালীপ্রসন্ন সিংহ নিজেও অভিনয় করেছিলেন। এই অভিনয়ে তিনি বিপুলভাবে প্রশংসিত হন। এর ফলে নাটকের প্রতি তাঁর প্রবল আগ্রহ জন্মে। এই সূত্রে তিনি কালিদাসের 'বিক্রমোর্ব্বশী'র বাংলা নাট্যরূপ দেন। 'বিদ্যোৎসাহিনী নাট্যমঞ্চে এই নাটকটি অভিনীত হয়েছিল ১৮৫৭ খ্রিষ্টাব্দের ২৪শে নভেম্বর।

১৮৫৮ খ্রিষ্টাব্দে কালীপ্রসন্ন সিংহের 'সাবিত্রী সত্যবান নাটক' রচনা করেন। এটি পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত, কিন্তু পূর্বে রচিত সংস্কৃত কোনো গ্রন্থের অনুবাদ নয়। এই বিচারে একে এটি তাঁর মৌলিক রচনা হিসেবে বিবেচনা করা হয়। এই বছরের ৫ই জুন এই নাটকটি এই মঞ্চে অনুষ্ঠিত হয়।

সকালের বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে এই মঞ্চ সম্পর্কে এর বেশি তথ্য পাওয়া যায় না। কালক্রমে এই নাট্যশালাটি হারিয়ে গেছে।


সূত্র: