পরিত্যক্ত সম্পত্তি
ইংরেজি :  abandoned property

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, প্রেসিডেন্ট আদেশ নং ১৬/৭২ অনুসারে পরিত্যাক্ত সম্পত্তির বিধান জারি করা হয়েছে। এই বিধান যে সকল সম্পত্তিকে পরিত্যক্ত হিসাবে বিবেচিত হবে, তা হলো-
ক। পশ্চিম পাকিস্তান যাহা বর্তমান পাকিস্তান হিসাবে পরিচিত, দেশের নাগরিকগণের সম্পত্তি যাহা বাংলাদেশে রহিয়াছে এবং যাহা ২৫শে মার্চের পর অর্জিত।
খ। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ১/৭২ নং আদেশ অনুসারে ঘোষিত সম্পত্তি।


পরিত্যাগকরণ (আইনশাস্ত্র)
সমার্থক শব্দাবলি : পরিত্যাগকরণ, বর্জনকরণ।
ইংরেজি : 
abandonment, desertion, abandonment, defection

আইন বিষয়ক পরিভাষা। বাংলাদেশ দণ্ডবিধির ৩১৭ ধারা অনুসারে, কোনো ব্যক্তি যদি ১২ বৎসরের কম বয়সী কোনো শিশুর পিতা-মাতা বা অভিভাবক কোনো স্থানে পরিত্যাগ করে চলে যায়, তখন তা পরিত্যাগকরণ হিসাবে বিবিচিত হয়। দণ্ডবিধি মতে- পরিত্যাগকারী বা পরিত্যাগকারিণীর সর্বোচ্চ সাত বৎসর কারাদণ্ড বা একই সাথে অর্থ দণ্ড হতে পারে।