খাশি
ইংরেজি:
Khasi
সমনাম: কাস্‌সি
(Kassi), কাহাসি (Kahasi), খাসিয়াস (Khasiyas), খুচিয়া (Khuchia), খাসা (Khasa), ও খাশি (Khashi)

পূর্ব-ভারতীয় ভাষা বিশেষ। এই ভাষার এই ভাষাটি অস্ট্রো-এশিয় ভাষা পরিবারের অন্তর্গত। ভারতের আসাম প্রদেশের কাছার, নওগং, উত্তর কাছার পাহাড়, লক্ষ্মীপুর, কামরূপ জেলায়, মেঘালয় প্রদেশের পূর্ব ও পশ্চিম খাসি পাহাড়, জৈন্তিয়া পার্বত্য জেলা, মনিপুর, পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলার পূর্বাঞ্চলে এই ভাষার লোকেরা বসবাস করে থাকে।

১৯৯৭ সালের হিসাব মতে ভারতে এই ভাষার জনসংখ্যা মোট জনসংখ্যা ছিল প্রায় ৮,৬৫,০০০ জন। বাংলাদেশে এই ভাষার সামান্য সংখ্যক লোক বসবাস করে থাকে। বর্তমানে অধিকাংশ খাসি ভাষার লোকেরা বাংলাতে কথা বলে।

এর আন্তর্জাতিক ভাষা সঙ্কেত- ISO/DIS 639-3: kha।