A
ইউনিকোড: u+0985
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
সমার্থকশব্দসমূহ : , স্বরে-অ।

ল্যাটিন বর্ণমালার প্রথম বর্ণ এর ইংরেজি উচ্চারণ এই [ei]। বড় হাতের চিহ্ন A, ছোট হাতের চিহ্ন a। বাংলাতে এই বর্ণের উচ্চারণ করা হয় -এ। এই বর্ণটি মিশরীয় হাইরোগ্লিফ থেকে বিবর্তিত হয়ে ল্যাটিন বর্ণমালায় প্রবেশ করেছিল। নিচে এর কালানুক্রমিক বিবর্তনের বিবরণ দেওয়া হলো
 

মিশরীয় হাইরোগ্লিফ
ষাড়ের মাথা

প্রাক্-সেমেটিক
ষাড়ের মাথা

ফিনিশীয় লিপি
আলেফ

গ্রিক আলফা

এট্রুস্ক্যান
A

ল্যাটিন, রোমান
A

ইংরেজি এই বর্ণটি স্বরবর্ণ হিসাবে শব্দে ব্যবহৃত হয়। এ ছাড়া আর্টিকেল হিসাবে শব্দের পূর্বে বসে একক মান নির্দেশ করে। যেমন- একটি কুকুর =a dog

কম্পিউটার এই বর্ণটি যে সকল মানে প্রকাশিত হয়, তা হলো

অক্ষর  দ্বি-অঙ্কক দশমিক অষ্টাঙ্কক ষোড়শাঙ্কক   ইউনিকোড
A 1000001 65 101 41 0041
a 1100001 97 141 61 0061

ইংরেজি এই বর্ণটি বিভিন্ন বিষয়ে বিভিন্ন মান প্রকাশ করে থাকে।


A

নৈরাজ্য বা বিশৃঙ্খলার প্রতীক হিসাবে ব্যবহৃত চিহ্ন। এই চিহ্নে রোমান বড়হাতের ও (O) এর ভিতরে বড় হাতের এ (A) বর্ণটি ব্যবহার করা হয়। এর ভিতরে A গ্রহণ করা হয়েছে- ইংরেজি 'anarchy' বা 'anarchism' থেকে, পক্ষান্তরে "O" বর্ণটি গ্রহণ করা হয়েছে- ইংরেজি Order শব্দের প্রথম বর্ণ থকে। এই কারণে এই প্রতীকের সরলার্থ করা হয়- 'নৈরাজ্য নির্দেশ' হিসাবে।
    সাধারণভাবে এই প্রতীককে অনেক সময় বলা হয়- 'বৃত্তাবদ্ধ এ' (The Circle-A)।
  এর ইউনিকোড মান- 24B6। পাশের চিত্রে এর নমুনা দেখানো হলো।