আইশ্যাঙ্গো অস্থি
ইংরেজি : Ishango bone
সর্বপ্রাচীন গণনচিহ্ন-যুক্ত অস্থি বিশেষ।

 

১৯৬০ খ্রিষ্টাব্দে বেলজিয়ান গবেষক Jean de Heinzelin de Braucourt বেলিজিয়ান কঙ্গো-তে খনন করার সময় এই অস্থিগুলো পান। উগাণ্ড এবং কঙ্গোর মধ্যবর্তী এডোয়ার্ড হ্রদের কাছে আইশ্যাঙ্গো অঞ্চলে এই অস্থিগুলো পেয়েছিলেন। এই সূত্রে অস্থিগুলোর নামকরণ করা হয় আইশ্যাঙ্গো অস্থি। প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে, এই অস্থিগুলোতে দাগ কাটা হয়েছিল প্রায় খ্রিষ্টপূর্ব ৯০০০-৬,৫০০ বৎসর আগে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এগুলোর সৃষ্টি করা হয়েছিল খ্রিষ্টপূর্ব ২০,০০০ বৎসর আগে।

 

এই অঞ্চলের মানুষ এডোয়ার্ড হ্রদের ধারে বসবাস করতো। এরা মৎস শিকার ও কৃষিকাজে পারদর্শী ছিল। এক প্রলয়ঙ্করী অগ্ন্যুপাতে এখানকার অধিবাসীরা মাটির নিচে চাপা পড়ে যায়।

 

এই অস্থিগুলোর রঙ ঘন বাদামী। এগুলো বেবুনের অস্থি। এই অস্থির গায়ে ধারাবাহিক লম্বা রেখা সৃষ্টি করেছিল। এর গায়ে তিনটি স্তম্ভে দাগ কাটা আছে। এই দাগগুলো তিন ধরনের গণন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।


সূত্র :

http://www.math.buffalo.edu/mad/Ancient-Africa/ishango.html

http://www.bookselects.com/genographic/earlyeurope/timeline.html