জিয়াহু-লিপি

জিয়াহু লিপি
ইংরেজি : Jiahu Script

 

খ্রিষ্টপূর্ব ৬৬০০ অব্দে লিখিত ভাবলিপির প্রাচীন নমুনা পাওয়া গিয়েছে চীনের হেনান অঞ্চলের জিয়াহু নামক স্থানে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে চীনের হেনান অঞ্চল থেকে প্রত্নতাত্ত্বিক গবেষকদল এই নমুনাগুলো উদ্ধার করেন। প্রাপ্তির স্থানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে জিয়াহু লিপি ।

 

এই লিপিকে লিপিবিজ্ঞানীরা প্রাগৈতিহাসিক লিপি হিসাবে বিবেচনা করে থাকেন। এবং অনেকে এটাও মনে করেন যে এই লিপির সাথে দৈববাণী অস্থি লিপির (oracle bone script) সাথে সম্পর্ক আছে। মূলত এই চিহ্নগুলো দ্বারা মানুষের মুখের ভাষার প্রতিনিধি ছিল না। সম্ভবত এই চিহ্নগুলো দিয়ে কোনো বিশেষ ভাবকেই প্রকাশ করতো। এই বিচারে একে ভাবলিপি আদিরূপ হিসাবে বিবেচনা করা হয়।
 

দৈববাণী অস্থি লিপি

দৈববাণী অস্থি লিপি
ইংরেজি : oracle bone script
 

জিয়াহু লিপি অনুকরণে বা প্রাচীন চীনে লিখন পদ্ধতি বিকশিত হয়েছিল। চীনের প্রাচীন আমলের বেশ কিছু চিহ্ন বা প্রতীক পাওয়া গেছে অস্থির উপরে খোদিত অবস্থায়। ধারণা করা হয়, ধর্মীয় বাণী (আদেশ, উপদেশ) বা ভবিষ্যৎবাণী স্থায়ীভাবে রক্ষা করার জন্য অস্থিকে ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল কচ্ছপের খোল বা অন্য কোনো বড় প্রাণীর হাড়। এই কারণে এই লিপির নামকরণ করা হয়েছে "দৈববাণী অস্থি লিপি"।

 

ধারণা করা হয় এই লিপিযুক্ত অস্থি তৈরি করা হয়েছিল, চীনের ব্রোঞ্জযুগে। খ্রিষ্টপূর্ব ১২০০-১০৫০ অব্দের ভিতরে এই লিপিগুলো হাড়ের গায়ে খোদিত হয়েছিল। এই লিপিগুলো থেকে পরবর্তী সময়ে চীনের শ্যাঙ লিখন লিপি সৃষ্টি হয়েছিল।
 


সূত্র :

http://en.wikipedia.org/wiki/Oracle_bone_script