ভাবপ্রতীকচিত্র
বৈদ্যুতিন বার্তায় (e-mail) বর্ণচিহ্নসমূহের সমন্বয়ে টাইপ করে সৃষ্টি করা মুখভঙ্গীর উপস্থাপন (হাসি বা ভ্রূকুটি)। ইংরেজি emotion (or emote) এর অর্থ ভাবাবেগ (ভাব) এবং icon (প্রতীকচিত্র) এর সমন্বয়ে সৃষ্ট শব্দ Emoticon (ভাবপ্রতীকচিত্র)।

National Telegraphic Review and Operators Guide-এর ১৮৫৭ সালের এপ্রিল সংখ্যায় মোর্স সঙ্কেত হিসাবে 73 সংখ্যাটি ব্যবহার করেছিল 'সচুম্বন প্রেম'-এর প্রতীক হিসাবে। ১৯০৮ সালে ডজ-এর ম্যানুয়াল (Dodge's Manual) এই প্রতীক লিখা হয় 88 সংখ্যায়। মার্কিন বিদ্রুপাত্মক পত্রিকা Puck-এ ১৮৮১ সালে টেলিগ্রাফের জন্য ভাবপ্রতীকচিত্র প্রথম প্রকাশিত হয়েছিল। ১৯১২ সাল থেক ১৯৫৩ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভাবপ্রতীকচিত্রের ব্যবহার বেড়ে চলেছিল। এই সূত্রে পাঠ্যভিত্তিক প্রতীক তৈরি হয়েছিল :-) and :-(
 

১৯৬৩ Harvey Ball. নামক একজন সৌখিন শিল্পী হলুদ রঙের গোলাকার বোতামের ভিতর দুটি বিন্দু এবং একটি ঊর্ধ্বমুখী বক্র রেখা এঁকে প্রথম সহাস্য মুখমণ্ডল বা সুখী মুখমণ্ডল (smiley face/happy face) তৈরি করেন।