বাংলাদেশের পরিমাপ
বাংলাদেশে পরিমাপ পদ্ধতি একটি মিশ্র রীতি প্রচলিত। এর কিছু অংশ রয়েছে আন্তর্জাতিক
পরিমাপ একক পদ্ধতি, কিছুধ রয়েছে ব্রিটিশ পদ্ধতি, আবার কিছু রয়েছে প্রথাগত বঙ্গদেশীয়
পদ্ধতি।
- দৈর্ঘ্যের একক: আন্তর্জাতিকভাবে
দৈর্ঘ্যের একক মিটার।
রাষ্ট্রীয়ভাবে এই একক কোনো কোনো ক্ষেত্রে মান্য করা হলেও সকল ক্ষেত্রে তা
অনুসরণ করা হয় না। যেমন- স্থানের দূরত্ব, কাপড়ের দৈর্ঘ্য, উচ্চতা ইত্যাদিতে
মিটারকে মান্য করা হলেও জমির পরিমাপের ক্ষেত্রে ব্রিটিশ মাপকেই মান্য করা হয়।
সাধারণ মানুষও বাড়ির পরিমাপও হিসাব করে বর্গফুটের বিচারে। এছাড়া রয়েছে দেশীয়
পদ্ধতির পাখি, বিঘা, কাঠা, ছটাক ইত্যাদি দ্বারা।
বাংলাদেশের জমির পরিমাপ
বাংলাদেশের জমির পরিমাপের দৈর্ঘ্যের একক মান্য করা হয় ব্রিটিশ পদ্ধতির ইঞ্চি,
ফুট ও গজকে। এই বিচারে জমির আয়তনগত মাপ বিচার করা হয় ব্রিটিশ ও দেশীয় প্রচলিত
পদ্ধতির। দেখুন: জমির পরিমাপ