জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরে গান
[শ্রবণ নমুনা: হেমন্ত মুখোপাধ্যায়] |
১
আলাইয়া
। ত্রিতাল
অন্তরতর
অন্তরতম তিনি যে, ভুলো না রে তাঁয়;
থাকিলে তাঁহার সঙ্গে পাপ তাপ দূরে যায়॥
হৃদয়ের প্রিয়ধন তাঁর সমান কে ?
সেই সখা বিনে সুখ-শান্তি দিবে কে তোমায়?
ধন জন জীবন সব তাঁরি করুণা,
তার করুণা মুখে বলা নাহি যায়;
এত যাঁর করুণা, তাঁরে কি ভুলিবে?
তাঁরে ছাড়িয়ে ভবসাগরে ত্রাণ কোথায়?
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ৫ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: জ্যোতিরিন্দ্রনাথ
ঠাকুর
সুরকার:
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: আলাইয়া
তাল:
ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: র্সা