জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                         ১০

                    ভৈরব । ত্রিতাল

 

বিমল প্রভাতে, মিলি এক সাথে, বিশ্বনাথে কর প্রণাম॥

উদিল কননরবি রক্তিম রাগে, বিহঙ্গকুল সব হরষে জাগে,

তুমি মানব, নব অনুরাগে পবিত্র নাম তার কর রে গান॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড ৬ষ্ঠ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথমভাগ


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার: কাঙালিচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরব

তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সা