জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
১০
ভৈরব । ত্রিতাল
বিমল প্রভাতে, মিলি এক সাথে, বিশ্বনাথে কর প্রণাম॥
উদিল কননরবি রক্তিম রাগে, বিহঙ্গকুল সব হরষে জাগে,
তুমি মানব, নব অনুরাগে পবিত্র নাম তার কর রে গান॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ৬ষ্ঠ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথমভাগ।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙালিচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরব
তাল:
ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা