শ্রবণ নমুনা: ভিভি ওয়াঝলওয়ার

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                   ১১

          পরজ-বসন্ত। চৌতাল

ধন্য তুমি হে পরমদেব, ধন্য তোমারি করুণা প্রেম,

        পুরিল আনন্দে বিশ্ব, হৃদয় জুড়াইল

যে দিকে আজি ফিরাই আঁখি, প্রেমরূপ নিরখি তোমারি,

        পূর্ণ হইল সকল কাম, মন আনন্দে ভাসিল

ব্রহ্ম সনাতন পুরুষ মহান্‌, জগপতি জগত-নিধান,

জয় জয় জগপতি জগত-নিধান হে, অন্তরে চির বিরাজ'।

নয়নে নয়নে রহিয়ো নাথ, ভুলি সব দুখ তোমার সাথ

হৃদয়ে থাকিয়ে হৃদনাথ, হৃদয় কর শীতল

 

গ্রন্থভুক্তি

.  ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ৪র্থ গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

২.  ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ৫ম খণ্ড। কাঙ্গালীচরণ সেন-কৃত।


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার:  প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 পরজ-বসন্ত

তাল: চৌতাল

অঙ্গ:  ধ্রুপদাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয় মধ্যলয় বা ঢিমা

গ্রহস্বর: না