জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                   ১২

          সাহানা। ত্রিতাল

দশ দিশি কিবা আজি মধুময়

            হৃদয়নাথের হৃদয় হেরিয়া

সুবিমল পরশে হরষে মাতি

            প্রাণ-বিহঙ্গ ওঠে রে গাহি।

মন অলি পিয়ে অমিয়া, প্রেম-উৎস ছুটিল উচ্ছাসিয়া

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ৫ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ১ম খণ্ড। কাঙ্গালীচরণ সেন-কৃত।


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: সাহানা

তাল: ত্রিতাল

অঙ্গ: খেয়ালাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর :জ্ঞমা