জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
[শ্রবণ নমুনা: ইন্দিরা শিল্পীগোষ্ঠী]
গান-১৩
১
চল্ রে চল্ সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান!
বীরদর্পে পৌরুষ গর্বে,
সাধ্ রে সাধ্ সবে দেশের কল্যাণ।
২
পুত্র ভিন্ন, মাতৃ-দৈন্য,
কে করে মোচন।
উঠ, জাগো, সবে বলো—
মাতঃ,
তব পদে সপিনু পরাণ ৷
৩
এক তন্ত্রে করো তপ্,
এক মন্ত্রে জপ্
শিক্ষা, দীক্ষা, লক্ষ্য-মোক্ষ এক,
এক সুরে গাও সবে গান।
৪
দেশ-দেশান্তে যাও রে আনতে
নব নব জ্ঞান।
নব ভাবে নবোত্সাহে মাতো,
উঠাও রে নবতর তান
৫
লোক-রঞ্জন, লোক-গঞ্জন
না করি দৃকপাত
যাহা শুভ, যাহা ধ্রুব ন্যায়
তাহাতে জীবন কর দান।
৬
দলাদলি সব ভুলি,
হিন্দু-মুসলমান,
এক পথে, এক সাথে চলো,
উড়াইয়ে একতা নিশান।
গ্রন্থভুক্তি
১. শতগান, ৫১ সংখ্যক গান, শঙ্করা-কাওয়ালী (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১৮৪-১৮৭।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: সাহানা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
শঙ্করা
তাল: কাওয়ালী
গ্রহস্বর: র্সা