জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
৭ - ৪
ইমনকল্যান। চৌতাল
তব রাজ-সিংহাসন বিরাজিত বিশ্বমাঝে,
তব মুকুটে কোটি কোটি সূর্য শোভিছে॥
গগন নীল চন্দ্র তাপ, খচিত তাহে তারক, যেন কত মণি মাণিক—
জ্বল জ্বল জ্বল জ্বল জ্বলিছে॥
মধুর সুগন্ধ মলয়পবন, আনন্দ করি' বিতরণ
কুসুম-বাস করি আহরণ, চামর ঢুলাইছে;
যত দেব মহাদেব করজোড়ে, ভক্তিভরে তব অভয়চরণ—
জয় জয় জয় রবে বন্দিছে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ৪র্থ গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
১ম খণ্ড হইতে প্রাপ্ত।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ইমনকল্যান
তাল: চৌতাল
অঙ্গ:
পর্যায় : ব্রহ্মসঙ্গীত
লয়
:
মধ্যলয় বা ঢিমা
গ্রহস্বর :না
॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১০নং গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী
তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা