জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
১৬
খাম্বাজ । সুরফাঁকতাল
আজি বিশ্বজন গাইছে মধুর স্বরে,
সনাতন দুখহরণ বিশ্বম্ভর অনন্তে, আনন্দ ভরে!
পূর্ণ গগন অনাদি নাদ আলাপ করে,
গাইছে জলদল জলধির গভীরে;
বিশ্বনাথ অমরসেবিত, অনুপম জ্যোতিতে বিরাজে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, চতুর্থ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ
তাল:
সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: পা