জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                     ১৭

                সিন্ধুরা । ত্রিতাল        

                

        কাতর আমার প্রাণ সংসার,

      ওগো পিতা, দেহো তব চরণে স্থান।

তোমা ছাড়ি আর কার দ্বারে যাব, ওহে দীননাথ,

            করো দীনে শান্তি দান॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, পঞ্চম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
  সিন্ধুরা 

তাল: ত্রিতাল

অঙ্গ: খেয়ালাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: র্সা