জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                    ১৮

             ইমনকল্যাণ । ধামার        

                

কেন ম্লান নিরানন্দ? ডাক না প্রভু প্রেমময়ে!

সব দুঃখ হবে মোচন, জুড়াবে হৃদয় মন প্রাণ॥

যাঁর কৃপায় এই দেহ, পাইলে জননীস্নেহ,

কেন কর সন্দেহ, তিনি যা মঙ্গলনিদান॥

তিনি যে বিশ্ববন্ধু, অপার করুণাসিন্ধু,

প্রেমসুধা-ইন্দু, কত সুখ করেন বর্ষণ;

শোভা বরণ গন্ধ, অযাচিত কত আনন্দ,

দেখেও কি তবু আন্ধ? কর' তাঁরি যশোগান॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ৬ষ্ঠ গান  [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ইমনকল্যাণ 

তাল: ধামার

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: পা