জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
১৯
কেদার। চৌতাল
তাঁহারি চরণতল-ছায়ে চিরদিন থাক ওরে,
মন প্রাণ সঁপিয়ে তাঁরে॥
হবে নিরাপদ, পাবে চিরসম্পদ, মধুর বিমল হবে ধরাতল,
প্রীতি সুধাধারা উথলিবে শতধারে॥
রিপু দুর্দান্ত হবে প্রশান্ত, নিশিদিন তাঁরে হৃদয়ে রাখ রে।
প্রাণপতি প্রভু, ছেড়ো না তাঁরে কভু, ধ্রুবতারা তিনি যে এই আঁধারে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, দশম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
কেদার
তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা