জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
২০
নিশাসাগ। ঝাঁপতাল
দেহি হৃদয়ে সদা শান্তিরস প্রভু, তব অমৃত-কর-পরশে।
দুঃখ যাতনা কর দূর, সুখ বিমলতর বিতর' প্রভু হে॥
দেহি, প্রভু, প্রেমধন, দারিদ্র্য করো হরণ,
তব চরণে দেহি শরণ, এই ভিক্ষা করি হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১২ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
নিশাসাগ
তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত
গ্রহস্বর: গা