জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                       ২০

                 নিশাসাগ। ঝাঁপতাল

        

দেহি হৃদয়ে সদা শান্তিরস প্রভু, তব অমৃত-কর-পরশে।

দুঃখ যাতনা কর দূর, সুখ বিমলতর বিতর' প্রভু হে॥

দেহি, প্রভু, প্রেমধন, দারিদ্র্য করো হরণ,

তব চরণে দেহি শরণ, এই ভিক্ষা করি হে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১২ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
নিশাসাগ

তাল: ঝাঁপতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত

গ্রহস্বর: গা