জ্যোতিন্দ্রনাথ ঠাকুরের গান

                        ২১

                 ইমনকল্যাণ। সুরফাঁকতাল

        

         নমঃ শঙ্করায় মহেশ ভবনায়ক

    অনাদি ধাতা আনন্দরূপ সর্বব্‌যাপী॥

মহাব্যোমে অগণন গ্রহতারা ধায় তোমার ভয়ে,

তুমি পিতা নিখিল-কারণ, তব অন্ত কোথা॥

        সন্তাপনিবারণ, ভবসমুদ্রতারণ,

        মনপাবন বিভু, ত্রিলোকশুভদাতা।

ত্রিভুবন-চরাচর-প্রাণ তুমি হে প্রভো, ভক্তবৎসল,

দয়াল, দীনবন্ধু, সেবকে বিতর তোমার প্রসাদ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৩ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 ইমনকল্যাণ

তাল: সুরফাঁকতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত

গ্রহস্বর: না