জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
২২
বিহঙ্গড়া। সুরফাঁকতাল
ব্রহ্ম সনাতন, তুমি হে নিখিলপালন,
নিখিলতারণ, নিখিল-জন-মঙ্গল-কারণ॥
অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় তব সীমা, বিশ্বম্ভর, বিশ্বেশ্বর, পূরণ॥
চন্দ্র তপন গ্রহ নক্ষত্রমণ্ডল সৃজিলে গগনে,
জলস্থল চরাচর সুরনর সবার রাজা।
সকলি তোমা হতে, ধনজন সুখসম্পদ—তুমি দীনশরণ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৬ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
বিহঙ্গড়া
তাল: সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত
গ্রহস্বর: পা্