জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                        ২২

               বিহঙ্গড়া। সুরফাঁকতাল

      

         ব্রহ্ম সনাতন, তুমি হে নিখিলপালন,

        নিখিলতারণ, নিখিল-জন-মঙ্গল-কারণ॥

অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় তব সীমা, বিশ্বম্ভর, বিশ্বেশ্বর, পূরণ॥

        চন্দ্র তপন গ্রহ নক্ষত্রমণ্ডল সৃজিলে গগনে,

        জলস্থল চরাচর সুরনর সবার রাজা।

সকলি তোমা হতে, ধনজন সুখসম্পদতুমি দীনশরণ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৬ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ (৬ই ভাদ্র ১৪০৩)]

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
বিহঙ্গড়া

তাল: সুরফাঁকতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত

গ্রহস্বর: পা্