- শ্রবণ নমুনা: ইন্দিরা শিল্পীগোষ্ঠী
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
২৪
সিন্ধু বিজয়। তেওড়া
ঐ যে দেখা যায় আনন্দধাম- দিব্য শোভন
ভব জলধির পারে মহা জ্যোতিস্মান॥
শোক তাপিত জন সবে চল সকল দুঃখ হবে নির্ব্বাণ;
শান্তি পাইবে হৃদয় মাঝে প্রেমে পূরিবে মন প্রাণ ॥
কত যোগীন্দ্র ঋষি মুনিগণ না জানি কি ধ্যানে মগন!
স্তিমিত লোচন, বীত শোচন, কি অমৃত রস করে পান!
কি সুধাময় গান গায় গো সুরগণ কীর্ত্তন করে ব্রহ্মনাম;
কোটী সূর্য্য তারা গ্রহগণ নৃত্য করে তাহে অবিরাম॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৩য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
সিন্ধু বিজয়
তাল: তেওড়া
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: র