জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                   ২৬

   সুঘরাই কানাড়া। ঝাঁপতাল

শুভ দিন ক্ষণ, শুভ এই মাসে

পূজে ভারত আজি অনাদি মহেশে

একমেবাদ্বিতীয়ং ঋষিবাক্য পুরাতন।

পুন কর কীর্তন এইআর্য্য দেশে

সকল ছলনা ছাড়ো বিমল কর অন্তর,

কর স্বার্থ বলিদান সত্যের উদ্দেশে।

মৃত ধর্মে আনো প্রাণ, ঘোষো সবে ব্রহ্মনাম,

অবনতি অপমান, ঘুচিবে নিমিষে

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১৮  সংখ্যক গান  [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
সুঘরাই কানাড়া

তাল: ঝাঁপতাল

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: ণা