জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

 [শ্রবণ নমুনা: সুবিনয় রায়]

                        গান-৩
                ইমনকল্যাণ
সুরফাঁক্তা       

                আদিনাথ প্রণবরূপ সম্পূরণ,

দাও হে তব প্রসাদ, শান্তি-সিন্ধু, মহেশ, সকল-গুণ-নিধান!।

        অযুত লোক, অকথিত বাণী তোমারি হে,

মোহন রব অনুপম পুরে মহাগগন, ভবে মোহি জগজন

    অনুপম, অবিনাশী, অনন্ত, অগম্য, অপার,

        সুন্দর, অতি অপূর্ব-ভাতি, নিরঞ্জন;

    সকল-রূপ-কারণ,            সকল-দুখ-নিবারণ,

        তারণ, ভয়ভঞ্জন, সুর-নর-মুনি-বন্দন

 

 

 

গ্রন্থভুক্তি
. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৬ষ্ঠ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
 

গীতিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ইমনকল্যাণ

তাল: সুরফাঁক্তা
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়:

গ্রহস্বর: সা