জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

 [শ্রবণ নমুনা: ইন্দিরা শিল্প গোষ্ঠী]

                         গান-৪
             মাদ্রাজী ভজনের সুর তাল ফের্‌তা           

      প্রণমামি, অনাদি অনন্ত সনাতন পুরুষ,

নিখিল জগতপতি পরমগতি মহান্‌ ভকতজীবনধন

ভূমা প্রমা পরমব্রহ্ম পরমায়ণ, কারণ শরণাগতবৎসল,
            পূর্ণ সত্য, সকল দুখবারণ।।

    ভবজলধিতরণ শরণ, অতি পবিত্র শুভনিধান,

                অজর অভয় অবিনাশী;

সুরনরবন্দন, জগচিতরঞ্জন, ভবভয়ভঞ্জন, বিতর কৃপা;

দীননাথ করুণাময় সুন্দর প্রেমসিন্ধু মধুময়, নাহি উপমা;

    নামরূপগুণ অতীত চিন্ময়, অন্তরে তোমার আসন

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড,৭ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার:

স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
মাদ্রাজী ভজনের সুরে নিবদ্ধ।

তাল: তাল ফের্‌তা (কাহারবা-দাদরা)
অঙ্গ: ভজনাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: দ্রুত

গ্রহস্বর: গা