শ্রবণ নমুনা: ইন্দিরা শিল্পীগোষ্ঠী
শ্রবণ নমুনা: ভিভি ওয়াঝলওয়ার
 

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান

                      ৬

দেওনট। তালফেরতা (ঝাপতাল, ত্রিতাল)  

  

ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ, তুমি ব্রহ্ম।

           ত্রিভুবন- বরেণ্য, অখিল-শরণ্য,

      তুমি সবাকার প্রাণ, আত্মার আনন্দধাম

  হৃদি-রঞ্জন, দুখ-ভঞ্জন, ভব খণ্ডন, পুরুষোত্তম,

তুমি অন্তরতম জীবনের জীবন, তাপিতচিত-বিশ্রাম।

  তুমি পিতা, তুমি মাতা, তুমি পাতা, তুমি ত্রাতা,

         তুমি-সখা, তুমি গুরু, তুমি শুভদাতা;

    ভাষা আকুল বর্ণিবারে, নাহি পায় কথা

   যুগ-যুগান্তর ধ'রে কত গুণী, কত মুনি, কত ঋষি,

  তোমার মহিমা বাখানি রচিল কত ছন্দ, কত মন্ত্র, কত গান;

তবু তো নারিল বর্ণিতে স্বরূপ তোমার, তুমি বাক্য মনের অগম্য

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১১তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]

প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার:

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: দেওনট

তাল:  তালফেরতা (ঝাঁপতাল। ত্রিতাল)
পর্যায়: ব্রহ্মসঙ্গীত 

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সা