জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
৭
ইমনকল্যাণী। চৌতাল
পরমব্রহ্ম পরমেশ্বর, অলক্ষ নিরঞ্জন,
নিরাময় অবিনাশী, অনাদিকারণ, পূর্ণজ্ঞান।
দীননাথ দয়াল, দারিদ্র্য-ভঞ্জন, শান্তি-সদন,
অন্তর্যামী, ভব-তারণ হৃদয়-স্বামী, প্রাণের প্রাণ।
কে বা করিত হেথা বিচরণ, কে বা করিত জীবন ধারণ,
যদি আকাশে না হইত তাঁহার অধিষ্ঠান।
তিনি লোক-ভঙ্গ, নিবারণ সেতু, তিনি আত্মার চির উন্নতি- নিদান
তিনি অমৃতের সোপান॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৭ম গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭)]।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
তাল:
চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্যলয়
গ্রহস্বর: রা