[শ্রবণ নমুনা: সুবিনয় রায় |
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
৮
কাফি। ত্রিতাল
জানি তুমি মঙ্গলময়, প্রতি পলকে পাই পরিচয়।
সুখে রাখো দুখে রাখো, যে বিধান হয়, কিছুতেই নাহি ভয়॥
আর যাই করো প্রভু, মোরে ত্যাজিবে না কভু, এই মোর ভরসা;
এসো প্রভু, এসো প্রভু, হৃদয়-মাঝে, হবে শুভ-নিশ্চয়॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৮ম গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭)]।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: কাফি
তাল:
ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা