জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান
৯
ঝিঁঝিটি। একতাল
ধন্য ধন্য ধন্য আজি দিন আনন্দকারী।
সবে মিলি তব সত্য ধর্ম ভারতে প্রচারি॥
হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম দিশি দিশি তব পুণ্য মান,
ভক্তজন সমাজ আজ স্ততি করে তোমারি॥
নাহি চাহি ধন জন মান, নাহি প্রভু অন্য কাম,
প্রার্থনা করে তোমারে আকুল নর-নারী॥
তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণে,
অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, প্রথম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার: ইন্দিরাদাবী
চৌধুরানী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ঝিঁঝিট
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: পা