ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
কনিষ্ঠাদ্যা বক্রিতাশ্চ বিরলাশ্চলপদ্মকঃ।।
কনিষ্ঠা ও অন্যান্য অঙ্গুলিগুলিকে ফাঁক ফাঁক অবস্থায় বক্র করলে এই হস্ত হয়। পূর্ণ প্রস্ফুটিত পদ্ম, পূর্ণচন্দ্র, বিরহ, দর্পণ, আবর্ত, কুচমণ্ডল, উর্ধ্বচূড়া খোঁপা, শ্লাঘা, সৌন্দর্য, শকট, চক্রবাক, কোপ, কলকল ধ্বনি প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।