অঙ্কুশমুদ্রা

ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ। অঙ্কুশ হলো  হাতিকে শাসন করার জন্য এক ধরনের বক্র ধাতব অস্ত্র। হাতির মাহুত এর দ্বারা হাতির মাথায় আঘাত করে, হাতিকে নিয়ন্ত্রণ করে। এই অস্ত্রের অপর নাম ডাঙ্গর। হাতের সাহায্যে এই অস্ত্রের মতো চিহ্ন তৈরি করে  নাচের মুদ্রা তৈরি করা হয়।  মুষ্ঠিবদ্ধ হাতের মধ্যমাঙ্গুলি বিস্তৃত ও তর্জনীর মধ্যমপর্ব সংযুক্ত করে ঈষৎ কুঞ্চিত করলে এই মুদ্রার সৃষ্টি হয়।