অরাল
ঊর্ধ্বক্রমবাচকতা { | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

    পতাকে তর্জনী বক্রা নাম্না সোহয়মরালকঃ

 

পতাক  হস্ত অবস্থায় তর্জনীকে বক্র করলে অরাল হস্ত হয় বিষপান, অমৃতপান, প্রচণ্ড, বড় প্রভৃতি অর্থে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে


অর্ধচন্দ্র মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা { | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে বণিত অসংযুক্ত মুদ্রা বিশেষ
     অর্ধচন্দ্রকরঃ সোহয়ং পতাকেহঙ্গুষ্ঠসারণাৎ

 

পতাক হস্ত অবস্থায় কুঞ্চিত অঙ্গুষ্ঠটি প্রসারিত করলে এই হস্ত হয় ধ্যান, প্রার্থনা, অকম্পর্শ, নমস্কার, কটিদেশ, গলাধাক্কা দেওয়া, দেবাভিষেকক্রিয়া, ভল্ল, কৃষ্টাষ্টমীর চ্ন্দ্র, ভোজনপাত্র প্রভৃতি অর্থ প্রকাশে অর্ধচ্র হস্তের প্রয়োগ হয়


অর্ধপতাক
ঊর্ধ্বক্রমবাচকতা { | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত মুদ্রা বিশেষ

ত্রিপতাকে কনিষ্ঠা চেদ্ বক্রিতার্ধপতাকিকা

 

কনিষ্ঠ ও অনামিকা নমিত হবে এবং মধ্যমা ও তর্জনী উন্নত থাকলে অর্ধপতাক হস্ত হয়পত্র, ফলক, তীর, করাত, ছুরিকা, ধ্বজ, শৃঙ্গ প্রভৃতি অর্থ প্রকাশে অর্ধপতাক হস্ত প্রয়োগ হয়নাট্যশাস্ত্রে অর্ধপ্রয়োগ হয় নাট্যশাস্ত্রে এই মুদ্রার উল্লেখ নেই


অর্ধসূচী
ঊর্ধ্বক্রমবাচকতা { | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত সংযুক্ত মুদ্রা বিশেষ

কপিত্থে তর্জনী উর্ধ্ব সারণে ত্বর্ধ্বসূচিকঃ।।

 

কপিত্থ হস্ত অবস্থায় তর্জনী উর্ধ্বে প্রসারিত করলে অর্ধসূচী হস্ত হয়অঙ্কুর, পক্ষীশাবক, বৃহৎ কীট প্রভৃতি অর্থ প্রকাশে অর্ধসূচী হস্তের প্রয়োগ হয়